২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ এএম বর্তমানে বন্দি থাকা অর্ধেক জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছে গাজার শাসকগোষ্ঠী হামাস- সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং আলোচনায় জড়িত এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, চিঠিটি বর্তমানে কাতারের হাতে রয়েছে এবং চলতি সপ্তাহের শেষ দিকে ট্রাম্পকে তা হস্তান্তর করা হবে। প্রতিবেদনে ইসরায়েলি চ্যানেল ১২ নিউজের খবরের বরাতে বলা হয়েছে, হামাস এখনও ওই চিঠিতে স্বাক্ষর করেনি, তবে কয়েক দিনের মধ্যে স্বাক্ষর করতে পারে। এদিকে, কাতার জানিয়েছে- বর্তমানে তারা জিম্মি মুক্তির আলোচনার মধ্যস্থতা স্থগিত রেখেছে। এর কারণ, চলতি মাসের শুরুর দিকে দোহায় অবস্থানরত হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা।...