প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সভ্যতার পরিবর্তনের মূল নেতৃত্ব গ্রহণ করবে তরুণ প্রজন্ম। তিনি বলেন, পূর্ববর্তী প্রজন্ম যেখানে পুরনো ব্যবস্থায় গড়ে উঠেছিল, সেখানে আজকের তরুণরা দেখতে পাচ্ছে কেবল কী আছে তা নয়, বরং কী হতে পারে। তাদের কল্পনা সীমাহীন। জাতিসংঘ সদর দপ্তরে ‘সামাজিক ব্যবসা, যুবসমাজ ও প্রযুক্তি’ বিষয়ক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূস বলেন, তিনি যে পদেই থাকুন না কেন, তার লক্ষ্য অপরিবর্তিত। একটি বিশ্ব গড়ে তোলা যেখানে সবার জন্য সুযোগ, মর্যাদা ও স্থায়িত্ব নিশ্চিত হবে। প্রধান উপষ্টো বলেন, পদবি বদলাতে পারে, কিন্তু উদ্দেশ্য একই থাকে, এমন একটি পৃথিবী যেখানে ব্যবসা কেবল মুনাফার জন্য নয়, বরং মানুষের জন্য, পৃথিবীর জন্য এবং আমাদের যৌথ ভবিষ্যতের জন্য কাজ করবে। আরো পড়ুন :ফেব্রুয়ারিতে অবাধ ও...