সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের বৈঠকের আগে ফ্রান্স এই স্বীকৃতি দেয়। স্বীকৃতির পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ফিলিস্তিনিদের অধিকার দেওয়া মানে ইসরাইলিদের অধিকার কেড়ে নেওয়া নয়। তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া আন্দোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনাকো, যুক্তরাজ্য, কানাডা এবং সান মারিনোসহ অন্যান্য দেশের কথাও তুলে ধরেন। সামনে স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং সুইডেনও একই পথে হাঁটবে বলে আশা ফ্রেঞ্চ প্রেসিডেন্টের। রাষ্ট্রীয় স্বীকৃতি ফিলিস্তিনের জন্য কোনো পুরস্কার নয়, বরং অধিকার বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেন, দ্বি-রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভব নয়, বরং চরমপন্থা ছড়িয়ে পড়তে পারে।...