কক্সবাজারের টেকনাফের পাহাড়ে জড়ো করা ৮৪ জন মালয়েশিয়াগামী ভুক্তভোগীকে মানবপাচারকারীদের কবল থেকে উদ্ধার করেছে বিজিবি ও র্যাব। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় পাচার চক্রের মূল আস্তানায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও র্যাব-১৫ এর যৌথ দল। এসময় পাচার চক্রের তিন সদস্যকেও আটক করা হয়। আটকরা হলেন- টেকনাফের বাহারছড়ার উত্তর কচ্ছপিয়ার সালামত উল্লাহর ছেলে আব্দুল্লাহ (২১), আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম(২০) ও মো. ফিরোজের ছেলে মো. ইব্রাহিম (২০)। এসময় পাচার চক্রের সদস্য বাহারছড়া ইউনিয়নের মৃত মীর কাসেমের ছেলে রেজাউল করিম (৩৭) ও মমতাজ সওদাগরের ছেলে আয়াতুল তনজিদ (৩০) পালিয়ে যান। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, মানবপাচার রোধে অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে প্রতিনিয়ত। অভিযানে উদ্ধারকৃত ভুক্তভোগী ও...