সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান নিজের শেষ কনসার্টের ঘোষণা দিয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্ট শেষে এই ঘোষণা দেন তাহসান। জানা গেছে, ২৭ সেপ্টেম্বর শেষবারের মতো অস্ট্রেলিয়ার পার্থে মঞ্চে উঠবেন তিনি। তাহসান মনে করছেন, এবার থামা দরকার। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘মেলবোর্নে এটাই শেষ কনসার্ট ট্যুর। তবে ঢাকায় দু-একটা ইভেন্ট আগে থেকেই কমিটমেন্ট করা আছে। সেগুলো শেষ করেই সংগীতজীবনের ইতি টানবো। অনেক দিন থেকেই মনে হচ্ছিল, বিদায় নেওয়া প্রয়োজন। এবার সময়টা ঠিক মনে হচ্ছে।’’আরো পড়ুন:সংগীতকে বিদায় জানাচ্ছেন তাহসান, তসলিমা নাসরিনের প্রশ্ন‘মেয়ে বড় হচ্ছে, এখন কি দাড়ি রেখে লাফালাফি ভালো লাগে?’ সংগীতকে বিদায় জানাচ্ছেন তাহসান, তসলিমা নাসরিনের প্রশ্ন ‘মেয়ে বড়...