বাংলাদেশে তাপমাত্রা ক্রমেই সহনীয় সীমা অতিক্রম করছে। রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরে তীব্র তাপপ্রবাহ এখন নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে। ২০২৩ সালের এপ্রিল-মে মাসে টানা ৩৫ দিনের তাপপ্রবাহে শতাধিক মানুষের মৃত্যু ঘটে; কৃষি ও শিল্পে ব্যাপক ক্ষতি হয় এবং প্রায় ২১ হাজার কোটি টাকার অর্থনৈতিক লোকসান হয়, যা জিডিপির প্রায় ০.৪ শতাংশ। বিশ্বব্যাংকের হিসাবে, শুধু গরমজনিত কারণে প্রায় ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ক্লাইমেট সেন্ট্রালের তথ্যানুযায়ী, গত জুন-আগস্ট সময়ে প্রায় ছয় কোটি মানুষ দীর্ঘ সময় ধরে ঝুঁকিপূর্ণ গরমে ভুগেছে। এর ফলে দেশের ৩৪ শতাংশ মানুষ অন্তত ৩০ দিনের বেশি স্বাস্থ্যঝুঁকিপূর্ণ তাপমাত্রায় ছিল। ঢাকার ৭৮ শতাংশ মানুষ সরাসরি এই ঝুঁকিতে রয়েছে, আর চট্টগ্রামে বছরে সর্বোচ্চ ৫৯ দিন তাপপ্রবাহ জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে। ছয় দশকে ঢাকায় সহনীয় দিনের সংখ্যা কমেছে...