ফ্রান্সের থিয়েটার দ্য শার্লটে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৬৯তম ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান। যেখানে সবাইকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি’অর পেয়েছেন উসমান দেম্বেলে। এদিন শুধু বর্ষসেরা ফুটবলার নয়, মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। Ballon D'or 2025 বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। বর্ষসেরা গোলরক্ষককে দেওয়া হয় ইয়াসিন ট্রফি। পুরুষ বিভাগে এটি জিতেছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা, নারী বিভাগে হান্না হাম্পটন। বর্ষসেরা কোচদের দেওয়া হয়েছে ইয়োহান ক্রুইফ ট্রফি। যা জিতেছেন লুইস এনরিকে (পিএসজি) ও সারিনা ভিগমান (ইংল্যান্ড)। অ-২১ পর্যায়েও বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হয়েছে, যার নাম কোপা ট্রফি। ছেলে-মেয়ে দুই বিভাগেই পুরস্কারটি গেছে বার্সেলোনার ঘরে। ব্যালন না জিতলেও এই পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার নারী দলের ভিকি লোপেজ জিতেছেন নারী বিভাগের...