২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন “রাষ্ট্রবিজ্ঞান সমিতি”-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মো. আনোয়ার হোসেন তফসিল ঘোষণা করেন। নির্ধারিত ধাপ অনুসরণ করে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থী তালিকা প্রকাশ ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হয়। সবশেষে ২২ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় নির্বাচন কমিশনার ড. মুহাম্মদ রাজু আহমেদ, মো. জাকির খান ও প্রভাষক মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন। সর্বসম্মতভাবে নির্বাচিত নতুন কমিটির সভাপতি হয়েছেন আদনান সামী এবং সাধারণ সম্পাদক মো. সাকিব আল হাসান। আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—সহ-সভাপতি মো. সাকিব, রিয়াদ (রায়হান), শাহাদাত রহমান (সন্তু) ও...