ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। প্রায় তিন মাস অস্ট্রেলিয়ায় অবসর কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন নতুন সিনেমার কাজ নিয়ে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি বর্তমানে ‘তছনছ’ নামে একটি সিনেমার শুটিং করছেন। এটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। সিনেমায় ববিকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটি সহজ-সরল তরুণীর, অন্যটি প্রতিবাদী। ক্যারিয়ারে প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করছেন, এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ববি। তাই চিত্রনাট্য পড়ে প্রস্তুতিও নিয়েছেন ভালোভাবে। এদিকে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়া অবস্থান করায় একটি প্রশ্ন ভক্তদের মনে উঁকি দিচ্ছিল, ববি কি তাহলে সেখানেই স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন? এমন প্রশ্নের জবাবে ওই সময় অভিনেত্রী বলেছেন, ‘পরিবার চায় আমি স্থায়ী হই। কিন্তু দেশ আমার সবসময় ভালো লাগে। আমার কখনো ইচ্ছা হয়নি দেশ ছেড়ে কোথাও স্থায়ী হই। এখন পর্যন্ত এমন কোনো চিন্তা মাথায় আসেনি।’...