প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে ইউরোপ। ফলে জার্মান প্রতিরক্ষা খাতের কয়েকটি স্টার্টআপ আগামী দিনে ব্যবসার বিপুল সম্ভাবনা দেখছে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে কতটা এগোতে পারবে সেগুলো? জার্মানির স্টার্টআপ জগতের অনেক তারকা প্রতিরক্ষা খাতে নবাগত। ইউরোপে ক্রমশ বেড়ে ওঠা নিরাপত্তাহীনতা তাদেরকে সাম্প্রতিক সময়ে এক বিলিয়ন ইউরো বিনিয়োগে উৎসাহিত করেছে। কিন্তু এই রেকর্ড বিনিয়োগ কতটা কাজে লাগবে? এআরএক্স রোবোটিক্স ক্ষুদ্রাকৃতির ট্যাংক তৈরি করেছে। শত্রুকে বিভ্রান্ত করতে লেজার-সমৃদ্ধ এই যন্ত্রটি আহত সেনার পরিস্থিতিও মূল্যায়ন করতে পারে। নবীন এই প্রতিষ্ঠানটিতে সম্প্রতি ৩৩ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছেন একদল ব্যবসায়ী। এআরএক্স রোবোটিক্স-এর সিইও মার্ক উইটফেল্ড বলেন, ‘‘আমি যা নিয়ে উদ্বিগ্ন, তা হচ্ছে ইউক্রেনের যুদ্ধই যথেষ্ট নয়। ট্রান্সআটলান্টিক সম্পর্ক এক্ষেত্রে পার্থক্য তৈরি করেছে। ইউরোপ বুঝতে পেরেছে যে প্রতিরক্ষা ইস্যুতে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এক্ষেত্রে মার্কিন...