এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর তাতে সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে। ফাইনাল খেলবে টাইগাররা এমনটাই চাওয়া সমর্থকদের। তবে তার আগে বাংলাদেশের রয়েছে আরও দুটো ম্যাচ, যেখানে অন্তত একটি ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। স্পিনার শেখ মাহেদী জানান, প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ।দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের অনুরোধে কথা বলেন মাহেদী হাসান। মাত্র চার মিনিটের সেই আলাপে তিনি জানান, সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচটাকে আলাদাভাবে দেখছেন না তারা।প্রতিপক্ষ কে এসব নিয়ে না ভেবে বাংলাদেশ সামনের ম্যাচটিকে বাকি অন্যসব ম্যাচের হিসেবেই দেখছে বলে জানান মাহেদী। তিনি বলেন, ‘বেশি কিছু চিন্তা করছি না। শুধু একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য যেভাবে থাকতে হয়, সেভাবেই আছি। প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া—ওভাবে চিন্তা করছি না।’ভারত-বাংলাদেশ ম্যাচ হলে...