মেধাবীদের আকৃষ্ট করার জন্য ভিসা ফি বাতিল করার কথা ভাবছে যুক্তরাজ্য। এরই মধ্যে এ বিষয়ে আলোচনা শুরু করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার। যেটি ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। সোমবার (২২ সেপ্টেম্বর) ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, স্টারমারের নেতৃত্বে গঠিত ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স’ কিছু ভিসা ফি সম্পূর্ণরূপে বাতিল করার প্রস্তাব বিবেচনা করছে। যার লক্ষ্য হলো বিশ্বের সেরা বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে নিয়ে আসা। এই পদক্ষেপটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, বহুল ব্যবহৃত এইচ-১বি ভিসার নতুন আবেদনকারীদের এক লাখ ডলার ফি দিতে হবে, যা গত রবিবার থেকে কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত ব্রিটিশ...