ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। এবার আলোচনায় তাদের দুই পুত্র—অর্জুন টেন্ডুলকার ও সামিত দ্রাবিড়। কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) আয়োজিত ড. (ক্যাপ্টেন) কে থিম্মাপাইয়া মেমোরিয়াল টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিলেন এই দুই তরুণ ক্রিকেটার। মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড় অর্জুন টেন্ডুলকার বল হাতে নামেন গোয়ার হয়ে। অপর প্রান্তে ব্যাট হাতে ছিলেন কেএসসিএ সেক্রেটারির একাদশের সামিত দ্রাবিড়। সামিত ২৬ বলে দুটি চার মেরে ৯ রান করলেও শেষ পর্যন্ত অর্জুনের বলে কাশাব বাকলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই অর্জুন তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। বাঁহাতি এই পেসার ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা রাখতে পারেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ঝুলিতে এখন পর্যন্ত ৩৭ উইকেট ও ৫৩২ রান রয়েছে। এছাড়া ২৪ টি-টোয়েন্টিতে ২৭ উইকেট এবং ১৮টি লিস্ট-এ ম্যাচে নিয়েছেন ২৫ উইকেট। সম্প্রতি ব্যক্তিগত...