মানিকগঞ্জের ঘিওরে প্রবাস ফেরত এক নারীকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে। ডাকাতরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্বজনদের। সোমবার গভীর রাতে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনূর ইসলাম। স্বামীর সঙ্গে বিচ্ছেদ এবং একমাত্র মেয়ে জর্ডানে থাকায় পশ্চিম বাইলজুড়ী গ্রামের বাড়িতে তিনি একাই থাকতেন। তবে ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বাড়িতে বেড়াতে এসেছিল। পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, প্রায় ২৫-৩০ বছর আগে স্বামী নকুমুদ্দিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় রাশিদার। পরে জীবিকার তাগিদে তিনি জর্ডান যান এবং দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় এক দশক আগে দেশে ফিরে আসেন। তার গ্রামের বাড়ি ঘিওরের কুমুরিয়ায় হলেও সাত বছর আগে পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে নিজ বাড়ি নির্মাণ করে বসবাস...