স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে ফ্রান্সের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিন স্বীকৃতি সংক্রান্ত শীর্ষ সম্মেলনের পর তিনি এ আহ্বান জানান। খবর এএফপির।জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় সানচেজ বলেন, সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও এটিকে চূড়ান্ত পরিণতি হিসেবে দেখা উচিত নয়। বরং এটি কেবল শুরু। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে দ্রুততম সময়ে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিতে হবে এবং অন্যান্য রাষ্ট্রের মতো সমান মর্যাদা নিশ্চিত করতে হবে।সানচেজ আরও জানান, ফিলিস্তিনে চলমান বর্বরতা বন্ধ করা এবং শান্তির সম্ভাবনা সৃষ্টি করা এখন জরুরি হয়ে পড়েছে।বামপন্থি এ স্প্যানিশ প্রধানমন্ত্রী গাজায় ইসরাইলের সামরিক অভিযানের কড়া সমালোচক হিসেবে পরিচিত। স্পেন এরইমধ্যে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে মিলে গত মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।ফিলিস্তিনকে স্বীকৃতি /যুক্তরাজ্যসহ চার...