শুধু তাহমিনাই নন, তার মতো রয়েছে আরও ভুক্তভোগী। নগরীতে ঘটা এসব ঘটনার ভুক্তভোগীরা মিলে নিরাপত্তা ব্যবস্থার অবনতি নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। সোমবার নগরীর প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনটির। এতে ভুক্তভোগীর ছেলে ডা. মো. তানভীর আহমেদ জানান, বরিশালে বর্তমানে হঠাৎ করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। আমার বোনের বিয়ের জন্য তিন পুরুষের জমানো ১৬ ভরি গয়না ও অর্থ হারিয়েছি। সেদিন আমাদের মায়ের সঙ্গে আরও খারাপ কিছু ঘটতে পারত। মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বোনের বিয়ে উপলক্ষ্যে যে আনন্দ ছিল, তা নিমিষেই শেষ। সংবাদ সম্মেলনে উপস্থিত আরও এক ভুক্তভোগী জানান, আমার খুব ভাগ্য ভালো যে, আমি বেঁচে আছি! বরিশালে আবারও কর্মকাণ্ড শুরু করেছে এই চক্রটি। মাত্র তিনজন লোক ঘুরেফিরে এই প্রতারণা চালাচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।...