২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম সিরিয়ার গৃহযুদ্ধের পরবর্তী রাজনৈতিক পুনর্গঠনের অংশ হিসেবে এবার দেশের পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট আহমেদ আল শারা পরিচালিত সরকার নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনঃস্থাপনের চেষ্টা করবে। সিরিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৫ অক্টোবর দেশজুড়ে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর কারণ হিসেবে সুয়েইদা, হাসাকাহ ও রাক্কা প্রদেশে অস্থিরতা এবং সাম্প্রদায়িক সংঘাতকে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট শারা ভোটগ্রহণ এক মাস পিছিয়ে নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করেছেন। পার্লামেন্টে মোট ২১০টি আসন রয়েছে। নির্বাচন কমিশনের বরাত দিয়ে সরকারি বার্তাসংস্থা সানা জানিয়েছে, এই আসনের এক-তৃতীয়াংশে প্রেসিডেন্ট শারার সুপারিশে সরাসরি এমপি নিয়োগ দেওয়া হবে। বাকি দুই-তৃতীয়াংশ আসনে ভোটগ্রহণ হবে নির্বাচন কমিশনের অধীনে। সিরিয়ার সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল ২০২৪...