পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে ফ্রেঞ্চ তারকা উসমানে ডেম্বেলে পেলেন ২০২৫ ব্যালন ডি’অর। সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে পুরস্কার তুলে দেয়া হয়। প্রথমবারের মতো এটি হাতে তুলে অশ্রুসিক্ত হয়ে পড়েন ডেম্বেলে। বলেন, ‘সত্যিই এমন একটি পুরস্কার হাতে নেয়া অসাধারণ। দলের জন্য খেলেছি, তাতে পিএসজি ইউরোপসেরাও হয়েছে। যেজন্য ব্যক্তিগত শিরোপা জেতার অনুভূতি অন্যরকম।’ ব্যালনজয়ী ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো ডেম্বেলেকে পুরস্কারটি তুলে দেন। রোনালদিনহো ডেম্বেলের মাকেও স্টেজে আসার অনুরোধ করেন। ফুটবলে ব্যক্তিগত অর্জনের পুরস্কারটি জয়ের দৌড়ে ডেম্বেলে পেছনে ফেলেছেন স্পেন ও বার্সেলোনা তারকা লামিন...