২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ এএম ইরানের কট্টরপন্থী আইনপ্রণেতারা আবারও পারমাণবিক বোমা তৈরির দাবি তুলেছেন। দেশটির প্রতিরক্ষা নীতিতে ‘পরিবর্তন আনার’ আহ্বান জানিয়েছেন তারা। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের কয়েকদিন আগে তারা এ দাবি তোলেন। এ অবস্থায় পশ্চিমা শক্তিগুলোর শঙ্কা, ইসরায়েলের সঙ্গে আবারও ইরানের যুদ্ধ শুরু হতে পারে। আল জাজিরার প্রতিবেদন সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব ইরানের কট্টরপন্থী পবিত্র শিয়া নগরী মাশহাদের একজন সংসদ সদস্যের নেতৃত্বে ৭০ জন সংসদ সদস্য একটি চিঠিতে স্বাক্ষর করেন। এতে দেশটির প্রতিরক্ষা নীতিতে ‘পরিবর্তন আনার’ আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজে প্রকাশিত ওই চিঠি সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশে লেখা হয়নি, কারণ তার আদেশ অন্য কোনো কর্তৃপক্ষ প্রশ্ন করতে পারে না। বরং চিঠিটি পাঠানো হয়েছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাছে,...