ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সোমবার (২২ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এই জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কলকাতার বেনিয়াপুকুর ও খিদিরপুর এলাকা থেকে দুইটি মৃত্যুর খবর পাওয়া গেছে, অন্য একটি দুর্ঘটনা ঘটেছে নেতাজিনগরে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃষ্টির পানিতে ডুবে যাওয়া বৈদ্যুতিক তারগুলোই এই দুর্ঘটনার প্রধান কারণ। কলকাতা পৌর সংস্থা (কেএমসি) জানিয়েছে, শহরের দক্ষিণ ও পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। গড়িয়া কামদাহারিতে মাত্র কয়েক ঘণ্টায় ৩৩২ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া যোধপুর পার্কে ২৮৫ মিমি, কালীঘাটে ২৮০ মিমি, টপসিয়ায় ২৭৫ মিমি, বালিগঞ্জে ২৬৪ মিমি এবং উত্তর কলকাতার থানতানিয়ায় ১৯৫ মিমি বৃষ্টি হয়েছে। ফলে...