এলইডি ও স্মার্ট বাল্ব ব্যবহার করুন:সাধারণ বাল্বের চেয়ে ৮০% কম বিদ্যুৎ খরচ হয়।এসি ২৪ ডিগ্রিতে চালান:অতিরিক্ত ঠান্ডা না করলেও আরাম থাকে; কিন্তু বিল কমে।চালু না থাকলে বন্ধ করুন:টিভি, ল্যাপটপ বা চার্জার ব্যবহারের পর মেইন সুইচ অফ করুন।পুরোনো যন্ত্র পাল্টান:ইনভার্টার প্রযুক্তির নতুন এসি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন অনেক কম বিদ্যুৎ খরচ করে।নিয়মিত সার্ভিসিং করান:এসি ও ফ্রিজ পরিষ্কার ও ঠিকঠাক না থাকলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়।সোলার সিস্টেমে বিনিয়োগ করুন:সৌরবিদ্যুৎ একবার বসিয়ে নিলে মাসের পর মাস কম খরচে চলবে।বিদ্যুৎ বিল কমানো এক দিনে সম্ভব না হলেও, নিয়মিত কিছু ছোট ছোট বদল আনলেই মাস শেষে বড় পরিবর্তন দেখতে পাবেন।খরচ কমবে, মন ভালো থাকবে—আর সবচেয়ে বড় কথা, পরিবেশও উপকৃত হবে।সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস এসি ২৪ ডিগ্রিতে চালান:অতিরিক্ত ঠান্ডা না করলেও আরাম থাকে; কিন্তু বিল কমে।চালু...