যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ হাইকমিশনের ব্যবস্থাপনার ব্যর্থতা আছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জামায়াত নেতা বলেন, ডিম নিক্ষেপের বিষয়টি আমি পরে জানতে পেরেছি। তবে, এটি নিয়ে আমি খুব বিব্রতবোধ করি না। কারণ বাংলাদেশের এই নেগেটিভ কালচারালটা আগে থেকেই হয়ে আসছিল। যখন কোনো সরকারপ্রধান সফর করে বিরোধীদল যে থাকে তারা এসে স্লোগান দেয়। আমেরিকা গণতন্ত্রের দেশ, ১০ থকে ২০ জন এখানে এসে স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে। এটা একটা খারাপ কালচার। আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের জন্য এটি খুবই লজ্জাজনক। এখানে যারা এটি করেছে তারাই অপমানিত হয়েছে। তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে।...