ফিলিপাইনের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর শক্তিশালী সুপার টাইফুন ‘রাগাসা’ এখন দক্ষিণ চীন সাগর পেরিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে হংকং, তাইওয়ান ও চীনের মূল ভূখণ্ডের দিকে। ঝড়ের প্রভাবে এসব এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হংকংয়ের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাইফুন রাগাসা বর্তমানে ঘণ্টায় ২২০ কিলোমিটার গতিবেগে বাতাস সৃষ্টি করছে। এটি হংকংয়ের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শহরের প্রধান নির্বাহী এরিক চ্যান। তিনি বলেন, রাগাসা ২০১৭ সালের হাটো ও ২০১৮ সালের মাংখুট টাইফুনের মতো ভয়াবহ ক্ষয়ক্ষতি করতে পারে। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে পরদিন পর্যন্ত বিমানের সময়সূচিতে ব্যাপক বিঘ্ন ঘটবে। ক্যাথে প্যাসিফিকের অন্তত ৫০০টি ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। তাইওয়ানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, রাগাসার...