বিসিবির কোষাঘারে অর্থের পরিমাণ নিয়ে নানা সময় নানা অঙ্ক শোনা যায় নানা মাধ্যমে। এবার আনুষ্ঠানিক একটি সংখ্যা জানা গেল। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব ছাড়তে যাচ্ছে ১৩৯৮ কোটি টাকা রেখে। এছাড়াও আরও প্রায় ৪০ কোটি টাকা পাওনা আছে বিভিন্ন পক্ষের কাছে। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা ছিল সোমবার। ২০২১ সালের বিসিবি নির্বাচনের পর দায়িত্ব পাওয়া এই পরিচালনা পর্ষদ তিনজন সভাপতি পেয়েছে। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর আড়ালে চলে গিয়ে দায়িত্ব হারান টানা তিনবারের সভাপতি নাজমুল হাসান। তার জায়গায় দায়িত্বপাওয়া ফারুক আহমেদ সভাপতি পদে থাকতে পারেন মাত্র ৯ মাস। এরপর গত প্রায় চার মাস ধরে দেশের ক্রিকেটের প্রধান আমিনুল ইসলাম বুলবুল। সাবেক এই অধিনায়কের সভাপতিত্বেই শেষ সভাটি হয় সোমবার। যদিও সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও সভা...