আসন্ন ভারত-উইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারছেন না ভারতের উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্ত। বাঁ পায়ের চোট কাটিয়ে এখনো পুরোপুরি সেরে না ওঠায় তাকে বাইরে রাখতে হচ্ছে। আহমেদাবাদে আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে এই টেস্ট সিরিজ। গত ইংল্যান্ড সফরের চতুর্থ টেস্টে ম্যানচেস্টারে বাঁ পায়ে ভাঙন ধরা পড়ে পান্তের। প্রথম ইনিংসে ব্যাট করতে গেলেও পরে তাকে স্কোয়াড থেকে সরিয়ে বদলি হিসেবে নেওয়া হয় এন জগদীশানকে। বর্তমানে বেঙ্গালুরুর এনসিএতে পুনর্বাসন প্রক্রিয়া চালাচ্ছেন পান্ত। শক্তি ও ফিটনেস অনুশীলন করলেও এখনও ব্যাটিং ও কিপিং শুরু করার মতো অবস্থায় নেই। বিসিসিআই মেডিকেল টিম চূড়ান্ত অনুমতি না দিলে পান্তের মাঠে ফেরা হবে না। পান্ত না থাকায় ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন ধ্রুব জুরেল। ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফির শেষ দুই টেস্টেও কিপিং করেছিলেন তিনি। জগদীশান...