বসুন্ধরা স্পোর্টস সিটিতে ক্রিকেট মাঠের পরেই ফুটবল স্টেডিয়াম, এরপর দুটি সুইমিংপুলসহ ‘গোল্ড’স জিম,’ ইয়োগা সেন্টার ইত্যাদি। ছবি : শেখ হাসানক্রিকেট মাঠটা ভীষণ ব্যস্ত।প্রায়ই নানা টুর্নামেন্ট হচ্ছে। বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের কার্যক্রম তো আছেই। সবুজ মাঠের এক পাশে দুদিকে খোলা গ্যালারি নিয়ে দোতলা প্যাভিলিয়ন। আরেকদিকে সুবিশাল ইনডোর। সেটির পাশে আরো বেশ কিছু আউটডোর পিচ। বসুন্ধরা স্পোর্টস সিটির এমন ক্রিকেট অবকাঠামো গোটা দেশেই খুব বেশি নেই। অথচ স্পোর্টস সিটির এটি একটি ক্ষুদ্র অংশ মাত্র। ক্রিকেট মাঠের পরেই ফুটবল স্টেডিয়াম, এরপর দুটি সুইমিংপুলসহ ‘গোল্ড’স জিম,’ ইয়োগা সেন্টার; তার পাশে স্কুল। সাউথ জোনে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম। পাশে অ্যাথলেটিকস ট্র্যাক, হকি মাঠসহ আরো বেশ কিছু মাঠ। স্পোর্টস সিটির মূল গেট দিয়ে ঢোকার আগেই বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠ চোখে পড়বে, এর সঙ্গে আরো...