ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিশ্ববাসীর সামনে সোমবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে দাঁড়িয়ে ঘোষণা করেছেন— ফ্রান্স এখন থেকে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তিনি বলেন, ‘‘গাজায় যুদ্ধ, গণহত্যা আর মৃত্যু থামানোর সময় এসেছে। ফিলিস্তিনি জনগণের ন্যায়ের দাবি মেনে নেওয়ার সময় এসেছে। এখন স্বীকৃতি দেওয়ার সময়— গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমসহ ফিলিস্তিন রাষ্ট্রকে।’’ তার এই ঘোষণা হলে জাতিসংঘের হল ঘরে কিছু দেশ থেকে করতালি ও দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে বলেছে ‘‘ইতিহাসের এক সাহসী সিদ্ধান্ত’’। তবে সেখানে উপস্থিত ছিল না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো প্রতিনিধি। ইসরায়েল এই উদ্যোগকে গুরুত্ব দেয়নি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাধারণ পরিষদে বলেন, ‘‘এই সম্মেলন এক মাইলফলক। তবে এটা শেষ নয়, বরং শুরু মাত্র। ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়া উচিত।’’ এদিকে, আরব...