তিয়েখ দ্যু শাতেলের মঞ্চে চূড়ান্ত পুরস্কার ঘোষণার তখনও কিছুক্ষণ বাকি। চূড়ান্ত বলতে যে ছেলেদের বালন দ’রকে বোঝানো হয়েছে, সেটা বোধহয় আলাদা করে বলার দরকার নেই। সে ঘোষণার কিছু সময় আগে মঞ্চে ডাক পড়ে বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের। টানা দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি জেতেন তিনি। ২১ বছরের কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারকে দেওয়া হয় এ পুরস্কার। পুরস্কার নিয়ে ইয়ামাল যখন দর্শক সারিতে ফেরত যাচ্ছিলেন, সঞ্চালনার দায়িত্বে থাকা রুদ খুলিত ইয়ামালের কাছে জানতে চান, আগের বারও তো এ পুরস্কার জিতেছেন, এবার ‘বিগ ওয়ান’ (বালন দ’র) জিততে প্রস্তুত কি না! ইয়ামাল কিছুটা লজ্জা পেয়ে জানি না বলে মঞ্চ থেকে নেমে যান। খুলিত তখন ইয়ামালের উদ্দেশ্যে বলেন, ‘সম্ভবত আবার দেখা হবে।’ ইয়ামালের সঙ্গে খুলিতের পরে দেখা হয়নি! স্প্যানিশ ১৮ বছর বয়সী রাইট উইঙ্গারকে...