যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনে ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ওপর হামলার ঘটনাটি অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দলটির ডায়াস্পোরা অ্যালায়েন্স। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।আরো পড়ুন:অধ্যাপক ইউনূস নিজের স্বার্থে পার্টিগুলোকে ব্যবহার করছেন, দাবি সামান্তারনিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ অধ্যাপক ইউনূস নিজের স্বার্থে পার্টিগুলোকে ব্যবহার করছেন, দাবি সামান্তার বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লবের সময় যারা জীবনবাজি রেখে লড়েছিলেন, তাদের প্রতি প্রতিশোধপরায়ণ হামলাকারীদের ক্ষোভ আজও থামেনি। আখতার হোসেনকে খুনী হাসিনা সরকার জুলাইতে গ্রেপ্তার করে নির্যাতন চালায়। যিনি গণআন্দোলনের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন, আজও সেই সংগ্রামের মূল্য দিতে হচ্ছে। এটা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা। বিবৃতিতে উল্লেখ করা...