প্যারিসে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জমকালো অনুষ্ঠানে ২৮ বছরের দেম্বেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবলের’ বর্ষসেরার পুরস্কার, ব্যালন ডি'অর ২০২৫। ব্যালন ডি’অর দেওয়ার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনা হয় ২০২২ সালে। আগে ক্লাব ও জাতীয় দলের হয়ে পুরো বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হলেও এখন বিবেচনায় ধরা হয় ইউরোপিয়ান ফুটবলের একটি মৌসুমকে, আগস্ট থেকে জুলাই। সাংবাদিকদের ভোটে নির্বাচিত হন বিজয়ী। সেখানে বার্সেলোনার নতুন ‘ফুটবল সেনসেশন স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে পেছনে ফেলে প্রথমবার এই বর্ষসেরার পুরস্কার জিতলেন দেম্বেলে। এবারের পুরষ্কার জয়ে অনেকেই এগিয়ে রেখেছিলেন দেম্বেলেকে। গত মৌসুমে পিএসজির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ফরাসি লিগ ওয়ান ও ফরাসি কাপ জয়ে বড় অবদান ছিলো ফরাসি তারকার। এছাড়া এক ম্যাচের...