সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। বিজ্ঞপ্তিতে সানসিল্ক বলছে, হানিয়া আমিরের এই সফর বেশ আলোচনা তৈরি করেছে। সফরে তিনি দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে একটি ‘এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে’ অংশ নেন। সেখানে এই অভিনেত্রী সানসিল্কের নতুন গ্লাস শাইন প্রোপোজিশন নিয়ে কথা বলেন। তার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন সেখানে। ঢাকায় আসার পর ইনস্টাগ্রামে এই অভিনেত্রী কয়েকটি ছবি পোস্ট করে বাংলায় লিখেছিলেন, ‘আমি তোমাকে ভালোবাসি’। এছাড়া হানিয়া আমির গিয়েছিলেন পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলেও। সেখানে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের সঙ্গে একটি ভ্লগে অংশ নেন তিনি। পাশাপাশি চেখে দেখেন ফুচকা, ঝালমুড়ির মত কিছু খাবার। পাকিস্তানে দীর্ঘদিন সানসিল্ক এর...