বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা শুরু হওয়ার কথা ছিল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায়। কিন্তু পৌনে সাতটার দিকে পরিচালকদের জানানো হয়, সভাটি শুরু হবে রাত সাড়ে ৯টায়। স্রেফ অল্প সময়ের কিছু আনুষ্ঠানিক আলোচনা হওয়ার কথা থাকলেও সেই সভা শেষ হলো প্রায় মধ্যরাতে। এরপর জানানো হলো, সভার মূল যে উদ্দেশ্য, বিসিবি নির্বাচনের কাউন্সিলর বা ভোটার তালিকার খসড়া অনুমোদন, সেটি হয়নি এ দিনও! দুই দফা বাড়িয়ে কাউন্সিলর চূড়ান্ত করার শেষ সময় নির্ধারিত হয়েছিল সোমবার সন্ধ্যা ৬টা। নির্বাচনের তফসিল ঘোষণায় জানানো হয়েছিল, বোর্ড সভায় অনুমোদনের পর সোমবার সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। তফসিলের বরখেলাপ তাই হয়ে গেল শুরুতেই। এর আগেও দিনজুড়ে নির্বাচন ঘিরে হয়েছে নানা নাটক। কাউন্সিলরদের নাম পাঠাতে দ্বিতীয় দফায় সময় বৃদ্ধি করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম স্বাক্ষরিত যে...