অজ্ঞাত কয়েকটি বড় আকারের ড্রোনের উপস্থিতির কারণে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন আন্তর্জাতিক বিমানবন্দর হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিট থেকে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়। খবর আল জাজিরার। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২ থেকে ৩টি অজ্ঞাত ড্রোন বিমানবন্দরের ওপরে ঘুরতে দেখা গেছে। এ কারণে কোনো উড়োজাহাজ ওঠানামা করতে পারেনি। প্রায় ১৫টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে নামানো হয়েছে। কোপেনহেগেন পুলিশ জানায়, তাদের পর্যবেক্ষণে ৩ থেকে ৪টি বড় ড্রোন এখনও বারবার আসা-যাওয়া করছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। তবে ড্রোনগুলো সামরিক নাকি বেসামরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনেতে অস্টেনফেল্ট বলেন, “এগুলো সাধারণ নাগরিকদের কেনার মতো ড্রোন নয়, অনেক বড় আকারের।” বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিমানবন্দর বন্ধই থাকবে। কবে...