দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিজমি সংরক্ষণ ও ব্যবহারে আলাদা কর্তৃপক্ষ করবে অন্তর্বর্তী সরকার। ‘বাংলাদেশ ভূমি জোনিং ও ভূমি সুরক্ষা’ কর্তৃপক্ষ নামে নতুন এই কর্তৃপক্ষ গঠন করা হবে। সম্প্রতি ‘ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া করেছে ভূমি মন্ত্রণালয়। গত ১৯ আগস্ট খসড়াটি মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাদেশের খসড়ায় আলাদা কর্তৃপক্ষ গঠনের বিধান রাখা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ভূমি জোনিং ও ভূমি সুরক্ষা কর্তৃপক্ষ নামে সরকার একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করবে। তারা নিজ নামে সম্পত্তি অর্জন, ধারণ ও বিলি বন্দোবস্ত করতে পারবে। কর্তৃপক্ষ নিজ নামে মামলা দায়ের করতে পারবে এবং তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা যাবে। কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হবে ঢাকায়। তবে তারা প্রয়োজন মনে করলে সরকারের অনুমোদন নিয়ে দেশের যেকোনও স্থানে এর...