২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ এএম যুক্তরাজ্যের সীমান্ত সুরক্ষায় নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের প্রবাহ ক্রমেই বেড়ে চলেছে। সাম্প্রতিক সময়ে এর মাত্রা আরও ভয়াবহ হয়ে উঠেছে। একদিনেই এক হাজারেরও বেশি অভিবাসী ব্রিটিশ উপকূলে পৌঁছানোয় সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে সরকারের ওপর নতুন চাপ তৈরি হয়েছে। গত শুক্রবার মাত্র একদিনে ১ হাজার ৭২ জন অভিবাসী ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। তারা মূলত ফ্রান্সের উত্তর উপকূল ও পা-দ্য-কালে অঞ্চল থেকে যাত্রা শুরু করেছিলেন। অভিবাসীদের ঝুঁকিপূর্ণ এই পদক্ষেপ থামাতে ব্রিটিশ সরকার নানা কড়াকড়ি আরোপ করলেও মানবপাচারকারী চক্রের মাধ্যমে তাদের এই যাত্রা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ, দারিদ্র্য ও ভালো জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশ হয়ে যুক্তরাজ্যে প্রবেশের...