ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্য দিয়ে সম্প্রতি একই পদক্ষেপ নেওয়া অনেকগুলো রাষ্ট্রের সঙ্গে যোগ দিল দেশটি। নিউ ইয়র্কে জাতিসংঘে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, “শান্তির সময় হয়েছে। কোনো কিছুই গাজায় চলমান যুদ্ধকে ন্যায্যতা দিতে পারে না।” গাজা যুদ্ধের দ্বি-রাষ্ট্রীক সমাধানের পরিকল্পনার ওপর দৃষ্টি রেখে সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত একদিনের শীর্ষ সম্মেলনে মাক্রোঁ ওই ঘোষণা দেন। বিশ্বের উন্নত সাত দেশের সংগঠন জি৭ এর সদস্য জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্র এই সম্মেলনে যোগ দেয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই সম্মেলনে মোনাকো, লুক্সেমবার্গ, মাল্টা এবং বেলজিয়ামও একটি ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। একই সম্মেলনে অ্যান্ডোরা ও সান মারিনোরও ফিলিস্তিন রাষ্ট্রকে...