গৃহঋণের সর্বোচ্চ সীমা ৫ কোটি টাকা এবং ঋণ বিতরণের হার ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি খাতের ঋণ শ্রেণীকরণে ছাড়, দীর্ঘমেয়াদি খেলাপি ঋণ অবলোপন, ব্যাংক সেবার মাশুল নির্ধারণে স্বাধীনতা দেওয়াসহ মোট আট দফা প্রস্তাব তারা বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপন করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এবিবির প্রতিনিধিরা এসব দাবি তুলে ধরেন। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবিবি কয়েক মাস ধরে লিখিতভাবে এসব দাবি জানিয়ে আসছিল। তার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ব্যাংক এই বৈঠকের আয়োজন করে। আলোচনায় কেন্দ্রীয় ব্যাংক কিছু বিষয়ে নীতিগতভাবে একমত হলেও, গ্রাহকের স্বার্থের কথা বিবেচনা করে কয়েকটি প্রস্তাব এড়িয়ে যায়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিগগির...