যে কোনো সময় আঘাত হানতে পারে সুপার টাইফুন রাগাসা। মঙ্গলবার সুপার টাইফুন আঘাত হানার আগেই প্রস্তুতি হিসেবে সব স্কুল বন্ধ ও শত শত ফ্লাইট বাতিল করেছে হংকং। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, এটি সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে। খবর এএফপির। শক্তিশালী এই ঘুর্ণিঝড় জীবন ও সম্পদের জন্য মারাত্মক হুমকি তৈরি করায় দক্ষিণ চীনের অন্তত ১০টি শহরে ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কাছাকাছি প্রযুক্তি নগরী শেনজেন থেকে অন্তত ৪ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাগাসা এরই মধ্যে উত্তর ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে। সেখানে বিভিন্ন স্থানে গাছ উপড়ে গেছে, ঘরের ছাদ উড়ে গেছে এবং ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছে। হাজার হাজার মানুষ স্কুল ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। হংকংয়ের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় ২৩০...