কোথাও কিছু ঘটছে। চারপাশে সারাক্ষণ গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে। গুজবের গজবে জর্জরিত সারা দেশ। জানার চেষ্টায় কৌতূহলী জনতা হাঁসফাঁস করে। তেমন কিছু জানতে না পারলে ধারণা করে রটিয়ে দেয় মনগড়া গল্প। কোনো কোনো সংস্থা ফায়দা নিতে পরিকল্পিতভাবে উত্তেজক বা রসালো তথ্য বাতাসে ছেড়ে দেয়। তারপর প্রতিক্রিয়া দেখে ক্রীড়াচর্চা করে। হরদম চলছে এ খেলা। ক্ষণে ক্ষণে মাঠ বা খেলোয়াড় পাল্টালেও ক্লান্তি নেই কোচ বা ম্যানেজারের। কোনো কোনো ঘটনার চেয়ে রটনা বেশি। ক্রিয়ার চেয়ে প্রতিক্রিয়া মারাত্মক। সাধারণ মানুষ বিভ্রান্ত। মূলধারার গণমাধ্যমের ব্যর্থতা আর তথ্যপ্রযুক্তির সহজলভ্যতায় গজিয়ে উঠেছে অসংখ্য ভুঁইফোঁড় এবং নকল মিডিয়া। বাকস্বাধীনতা ফিরে পাওয়ায় কথা বলার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতার সুযোগ নিচ্ছে অনেকে। সবাই সবকিছু দ্রুত হতে চাচ্ছে। জুলাই অভ্যুত্থানের পর এ প্রবণতা মারাত্মক হারে বেড়েছে। সরকারের অদক্ষতায় দিন দিন স্বাধীনতার নামে...