সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এ রণবীর কাপুরের ভেপিং দৃশ্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল সমালোচনা। বিষয়টি এবার পৌঁছে গেছে আইনের দরজায়। জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশে মুম্বাই পুলিশের কাছে রণবীর, প্রযোজক এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে এফআইআর দায়ের করে শুরু হয়েছে তদন্ত।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, ২০১৯ সালে ভারতে ই-সিগারেট নিষিদ্ধ করা হয়। তবু এই দৃশ্য কীভাবে সেন্সর ছাড়পত্র পেল, মূলত তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। সাধারণত ধূমপানের দৃশ্য প্রচারে সতর্কীকরণ বার্তা দিতে হয়, কিন্তু এখানে তা দেখা যায়নি।মানবাধিকার কমিশনের দাবি, এ ধরনের দৃশ্য তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছে।এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগপত্রে বলা হয়েছে, একটি দৃশ্যে রণবীর কাপুরকে ‘কোনও বিধিবদ্ধ সতর্কীকরণ’ ছাড়াই পর্দায় ই-সিগারেট ব্যবহার করতে দেখা যাচ্ছে।...