এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স ও বেলজিয়াম। স্থানীয় সময় সোমবার জাতিসংঘের সদর দপ্তেরে বৈশ্বিক সম্মেলনে দেশগুলোর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে ফ্রান্স ও বেলজিয়ামের সঙ্গে ইউরোপের আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। বেলজিয়াম, ফ্রান্স, মাল্টা, লুক্সেমবার্গ, অ্যানডোরা ও মোনাকো ফিলিস্তিনের সার্বভৌমত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ‘প্যালেস্টাইন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন’ শীর্ষক সম্মেলনে। আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে এই সম্মেলন যৌথভাবে আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। এতে আমেরিকা ও ইসরায়েল ব্যতীত জাতিসংঘের অধিকাংশ সদস্যরাষ্ট্রই অংশ নিয়েছে। স্বীকৃতির ঘোষণা দিয়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বের্ত দে ওয়েভার বলেন, ‘ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বেলজিয়াম স্বীকৃতি দিচ্ছে ঠিকই, কিন্তু এখনই তা কার্যকর হচ্ছে না। আপাতত ফিলিস্তিনে দূতাবাস স্থাপন করছে না বেলজিয়াম। স্বীকৃতি পুরোপুরি কার্যকর করতে হলে হামাসকে সরকার থেকে...