বাংলাদেশের সংবিধানে (১৯৭২, পরিমার্জিত) স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে নয়, বরং নির্দেশনামূলক নীতিমালা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুচ্ছেদ ১৫(ক) ও ১৮(১)-এ বলা হয়েছে, রাষ্ট্রের দায়িত্ব হলো খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা এবং জনগণের পুষ্টি ও জনস্বাস্থ্য উন্নয়ন করা। যদিও স্বাস্থ্য নিয়ে সরাসরি সংবিধানে উল্লেখ নেই, তবে জনস্বাস্থ্যের অন্তর্ভুক্তি হিসেবে নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা (UPHC) সার্বিক দায়ভার রাষ্ট্রের। নগর প্রাথমিক স্বাস্থ্যসেবার দায়িত্ব পালনের কাঠামো তৈরি হয়েছে বিভিন্ন আইন ও প্রশাসনিক বিধির মাধ্যমে। ব্যবসা বণ্টন বিধিমালা ১৯৯৬ (সংশোধিত ২০১৭)-এর অধীনে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ নীতি ও হাসপাতাল, মেডিকেল শিক্ষা, জেলা ও উপজেলার অধীন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা তদারক করে আর সিটি করপোরেশন আইন ২০০৯ ও পৌরসভা অধ্যাদেশ ২০১০-এর ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ শহর ও পৌর...