২০২১ সালে বার্সেলোনার সাবেক কোচ জাভি এক সাহসী মন্তব্য করেছিলেন— ‘সঠিকভাবে ব্যবহার করা গেলে, দেম্বেলে হতে পারে বিশ্বের সেরা খেলোয়াড়’। বছরের পর বছর চোট, ফর্মহীনতা আর শৃঙ্খলা নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়া ফরাসি তারকা উসমান দেম্বেলে অবশেষে প্রমাণ করলেন সেই ভবিষ্যদ্বাণী। ২৮ বছর বয়সে ব্যালন ডি’অর জয় করে লিখলেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। প্যারিসের ঝলমলে মঞ্চে সেরার পুরস্কার হাতে নিয়ে পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন দেম্বেলে। তার ক্যারিয়ারের উত্থান-পতনের গল্প যেন ফুটে ওঠে সেই কান্নায়। গত মৌসুমে দেম্বেলের অসাধারণ পারফরম্যান্সে পিএসজি জিতেছে লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ—ত্রিমুকুট সাফল্য। এরপর ক্লাব বিশ্বকাপের ফাইনালেও পৌঁছেছিল দল। মৌসুমে দেম্বেলের নামের পাশে ৩৫ গোল ও ১৪টি অ্যাসিস্ট, যা তাকে ইউরোপের সবচেয়ে ফর্মে থাকা ফরোয়ার্ডে পরিণত করেছে। যদিও তার এই অর্জন...