গত মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রাখেন উসমান ডেম্বেলে। এছাড়া এক ম্যাচের শিরোপা লড়াই ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। প্রথমবারের মতো পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আসরে ৮টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন তিনি ৫৩ ম্যাচ খেলে। সরাসরি গোলে সহায়তা করেন ১৬টিতে। যে কারনে এবার তার হাতেই ব্যালন ডি’অর পুরস্কার দেখেছিলেন ভক্তরা। শেষ পর্যন্ত হয়েছে সেটাই। সোমবার রাতে লামিলে ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবার বর্ষসেরার পুরস্কার নিজের করে নিয়েছেন ডেম্বেলে।প্যারিসে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে ২৮ বছর বয়সী ডেম্বেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার, ব্যালন ডি’র ২০২৫।ডেম্বেলের মতো ইয়ামালও দারুণ উজ্জ্বল ছিলেন গত মৌসুমে। সেবার বার্সেলোনার লা লিগা, কোপা ডেল ও স্প্যানিশ সুপার কাপ...