২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিউইয়র্কে আয়োজিত বৈশ্বিক সম্মেলনে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ও তার মিত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনের মাধ্যমে ফিলিস্তিনে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান নীতি বাস্তবায়ন এবং ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ফ্রান্স ও সউদী আরবের উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অধিকাংশ জাতিসংঘের সদস্য উপস্থিত ছিলেন, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মেলন বয়কট করেছে। ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান হিসেবে মাহমুদ আব্বাসেরও উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ভিসা প্রদান না করায় তিনি সরাসরি উপস্থিত হতে পারেননি। এর পরিবর্তে তিনি নিজের বক্তব্য...