২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ এএম মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক দেশ রাষ্ট্র স্বীকৃতির ঘোষণা দিচ্ছে। এবার বিশ্বের আরও কয়েকটি প্রভাবশালী দেশ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এর মাধ্যমে ফিলিস্তিন ইস্যুতে কূটনৈতিক চাপ ও আলোচনার পরিধি আরও বিস্তৃত হলো। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে লুক্সেমবার্গ, অ্যান্ডোরা ও মোনাকো ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। একই সঙ্গে ফ্রান্স, বেলজিয়াম ও মাল্টাও একই ঘোষণা দেয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সম্মেলনে যোগ দেওয়া দেশগুলোর নেতারা বলছেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ, আর সেই বিশ্বাস থেকেই এই স্বীকৃতি দেওয়া হলো। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, নিউইয়র্কে আয়োজিত ওই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে...