২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ এএম দুই দলই এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করেছে হার দিয়ে। ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছে সেই দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা। আবু ধাবিতে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে এই দুই দল। গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবগুলোতে জিতে সেরা দল হয়ে সুপার ফোরে উঠে শ্রীলঙ্কা। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় লঙ্কানরা। কিন্তু সুপার ফোরে টাইগারদের কাছে ৪ উইকেটে হেরে যায় তারা। বাংলাদেশের কাছে হারের স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না তারা। লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, ‘বাংলাদেশের কাছে হার ভুলে আমরা সামনে এগিয়ে যেতে চাই। পাকিস্তান...