২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ এএম লামিন ইয়ামালকে পেছনে ফেলে এ বছরের ব্যালন ডি’অর জিতে নিয়েছেন পিএসজি ফরোয়ার্ড উসমানে দেম্বেলে। মেয়েদের বিভাগে টানা তৃতীয়বার সেরার খেতাব পেয়েছেন এইতানা বোনমাতি। প্যারিসের থিয়েটার ডু শার্লেটে সোমবার রাতে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের খেতাব প্রদান করা হয়। বর্ষসেরা গোলরক্ষকের জন্য ইয়াসিন ট্রফি (পুরুষ) জিতেছেন পিএজজির ট্রেবল জয়ের অবদান রাখা জিয়ানলুইজি দোন্নারুম্মা। মৌসুম শেষে এই ইতালিয়ান গোলরক্ষক যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। পিএসজিকে ইতিহাসের অংশ করা লুইস এনরিকে জিতেছেন বর্ষসেরা কোচ ইয়োহান ক্রুইফ ট্রফি। আর বর্ষসেরা তরুণ তারকার পুরস্কার কোপা ট্রফি টানা দ্বিতীয়বার হাতে তোলেন ইয়ামাল। ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স) ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন) ইয়াসিন ট্রফি (পুরুষ):...