নারী ফুটবলে নতুন এক ইতিহাস গড়লেন বার্সেলোনা মিডফিল্ডার আইতানা বোনমাতি। স্প্যানিশ ফুটবলে বইছে খুশির জোয়ার। ২০২৩ ও ২০২৪ সালের পর টানা তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। মেয়েদের ফুটবল প্রথম ও ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা তিনবার ব্যালন ডি’অর জয়ের কীর্তি গড়েছেন বোনমাতি। এর আগে শুধু ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনি (১৯৮৩-৮৫) এবং আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি (২০০৯-১২) এমন অর্জন করতে পেরেছিলেন। বার্সেলোনার হয়ে গত মৌসুমটা অসাধারণ কাটিয়েছেন বোনমাতি। ক্লাবের হয়ে ঘরোয়া তিনটি শিরোপা ‘ডমেস্টিক ট্রেবল’ (লিগা এফ, কোপা দে লা রেইনা ও সুপারকোপা) জিতেছেন। এছাড়া ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ক্যারিয়ারে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। স্পেন জাতীয় দলের হয়েও তিনি ২০২৩ সালে বিশ্বকাপ ও ২০২৪ সালে নেশন্স লিগ জিতেছেন। যদিও চলতি বছর ইউরো ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে...