এশিয়া কাপে ভারতের কাছে টানা দুই ম্যাচে পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভিকে ব্যঙ্গ করে কটাক্ষ করেছেন কারাগারে বন্দী দেশটির সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বিদ্রুপ করে বলেন, ‘ভারতের বিপক্ষে জিততে হলে মহসিন নকভি আর সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকেই পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নামতে হবে।’ ইমরানের বোন আলিমা খান সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরানের এই মন্তব্য প্রকাশ করেন। তিনি জানান, জেলবন্দি ইমরান মজা করে আরও বলেন—সাবেক প্রধান বিচারপতি কাজী ফায়েজ ঈসা ও প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা যেন দাঁড়ান ফিল্ড আম্পায়ার হিসেবে। আর তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরফরাজ দোগর। আলিমা জানান, ভারতের বিপক্ষে টানা দুই হারের খবর জানাতেই এ ধরনের ব্যঙ্গাত্মক মন্তব্য করেন পাকিস্তানের একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক। ৭২ বছর...